১৫ জাতের ধান উদ্ভাবনকারী বিজ্ঞানী ড. তমাল লতার মৃত্যুতে মহিলা পরিষদের শোক

শনিবার, অক্টোবর ৩, ২০২০,৭:৪১ অপরাহ্ণ
0
86

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের পরিচালক, গবেষক, প্রখ্যাত ধান বিজ্ঞানী ড. তমাল লতা আদিত্য হৃদ্যযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। ধান প্রজননবিদ ড. তমাল লতা ১৫ জাতের ধান উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণের কাজ এবং ব্রি ধানের গবেষণা প্রনয়ণ,বাস্তবায়ন ও পরিবীক্ষনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাংলাদেশে ধান গবেষণার মাধ্যমে এ দেশের খাদ্য নিরাপত্তা অর্জনে অসামান্য অবদানকারী ড. তমাল লতার স্মৃতির প্রতি বাংলাদেশ মহিলা পরিষদ পরিবার শ্রদ্ধা নিবেদন করছে এবং তাঁর সকল অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

বাংলাদেশ মহিলা পরিষদ প্রখ্যাত ধান বিজ্ঞানী ড. তমাল লতার মৃত্যু তে গভীর ভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে