[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামী ২৯ শে যিলহজ্জ শরীফ ১৪৪০ হিজরি, ২ রবি’ ১৩৮৭ শামসী (৩১ শে আগস্ট, ২০১৯) সাবত (শনিবার) সন্ধ্যায় চাঁদ দিগন্তরেখার ১২ ডিগ্রী উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে ২৪ ঘণ্টার বেশী। সেদিন ঢাকায় সূর্যাস্ত ৬ টা ১৯ মিনিটে এবং চন্দ্রাস্ত ৭ টা ১৭ মিনিটে অর্থাৎ ৫৮ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে। সেদিন চাঁদ অবস্থান করবে ২৭২ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৭৯ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১৫ ডিগ্রী কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের ১.৭৫% আলোকিত থাকবে। যদি আকাশ পরিষ্কার থাকে তবে বাংলাদেশের আকাশে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসের চাঁদ দৃশ্যমান হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
সম্মানিত শরীয়ত অনুযায়ী প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া। সে লক্ষ্যে সকলকে ২৯ শে যিলহজ্জ শরীফ ১৪৪০ হিজরি, ২ রা রবি’ ১৩৮৭ শামসী (৩১ শে আগস্ট ২০১৯) সাবত (শনিবার) সন্ধ্যায় অত্যন্ত সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
তথ্যসূত্র:মাজলিসু রুইয়াতিল হিলাল