[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিদেশ ফেরত যারা হোম কোয়ারেন্টাইন মানবেন না তাদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা প্রয়োগ করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেন, সরকার চায় না শুরুতেই কারও ওপর আইন প্রয়োগ করতে। তবে যাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে তারা যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা না মানেন তবে সতর্কতার জন্য বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (১৮ মার্চ) সকালে মতিঝিলের এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় করোনা পরিস্থিতি নিয়ে ইতালি ও স্পেন সরকার কোনো ভুল করবে না বলেও জানান মন্ত্রী। তাই যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের দেশ, জাতি ও পরিবারের স্বার্থে নির্দেশনা মানার আহ্বান জানান তিনি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।