হোটেল মালিকের উপর ধর্ষণের অভিযোগ

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯,৪:৪৫ পূর্বাহ্ণ
0
20

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যশোর শহরের দড়াটানা হোটেলের মালিক সোহরাবের বিরুদ্ধে নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত ওই নারী গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাতে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে ওই নারী অভিযোগ করেছেন, তিনি শহরের দড়াটানা হোটেলে কাজ করেন। তিনি গত রবিবার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কাজ করার জন্য হোটেলে যান। এরপর সবজি আনতে হোটেল মালিক সোহরাবের কক্ষে যান। সেখানে গেলে দরজা বন্ধ করে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন সোহরাব। তিনি চিৎকার করলেও এগিয়ে আসেননি কেউ। এ সময় নিজেকে রক্ষা করতে ছুটোছুটিতে দরজায় আঘাত লেগে তার ডান হাত কেটে যায়। পরে তিনি বাড়িতে গিয়ে ঘটনা স্বামীকে জানান। এরপর বিষয়টি তারা হোটেল শ্রমিক নেতাদের জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আহসানউল্লাহ চৌধুরী বলেন, ‘ধর্ষণের সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’  

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে