[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চীনে গতকাল রবিবার ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এ ছাড়া, আরো অন্তত ৩৯ জন সে দেশে করোনা আক্রান্ত হয়েছে। তবে টানা পাঁচ দিনে নতুন করে কেউ আক্রান্ত হয়নি দেশটির হুবেই প্রদেশে।
জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে তিন হাজার ১৫৩ জন হুবেই প্রদেশে। তবে করোনায় আক্রান্ত হয়ে পুরো চীনে মারা যাওয়ার সংখ্যা তিন হাজার ২৭০ জন।
এখন পর্যন্ত সে দেশে ৮১ হাজার ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৭২ হাজার ৭০৩ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। এখনো চিকিৎসাধীন রয়েছেন অন্যরা।