হুইপের অবৈধ কোটি টাকার কথা পোস্ট করে পুলিশ পরিদর্শক বরখাস্ত

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯,৯:২৩ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

‘জাতীয় সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী ক্লাবে জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করেন’ এমন মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বরখাস্ত করা হয়েছে ১৩ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) পরিদর্শক সাইফুলকে সাময়িক।

পুলিশের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল ড. মো. মইনুর রহমান চৌধুরীর সই করা আদেশে এ বরখাস্তের কথা জানানো হয়। বরখাস্ত থাকার সময় সাইফুল রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

গত ২০ সেপ্টেম্বর ফেসবুকে দেয়া একটি পোস্টে সাইফুল দাবি করেন, হুইপ শামসুল হক চৌধুরী ক্লাবে জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করেছেন। তিনি ফেসবুকের এমন পোস্ট দিয়ে সম্মান ক্ষুণ্ণ করেছেন হুইপের।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে