হিলিতে ৪১২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক চোরাচালানি আটক

রবিবার, জানুয়ারি ১৯, ২০২০,৯:৪০ পূর্বাহ্ণ
0
10

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দিনাজপুরের হিলির চুরিপট্টির বিজিবি ক্যম্প এলাকা থেকে ৪১২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করা হয়। আটক মাদক চোরাকারবারিরা হলেন রিংকু মিয়া, রাকেশ হোসেন, আরজু হোসেন। তাদের আটক করা হয় আজ রবিবার ভোর ৬টায় হাকিমপুর উপজেলার হিলির চুড়িপট্টি বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, হিলিকে মাদক নির্মূল করতে প্রতিটি এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। গোপন সূত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চুরিপট্টি এলাকায় ওৎ পেতে থাকলে ৩ জন চোরাকারবারি ভারত থেকে ফেনসিডিল নিয়ে দেশে প্রবেশের সময় তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে