হিলিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

সোমবার, মার্চ ২, ২০২০,৬:০১ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

হিলির মোংলা বাজারে সড়ক দুর্ঘটনায় সৌরভ (১৪) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। এ দুর্ঘটনায় তার বড় ভাই রাসেল আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে হিলি সীমান্তের সাতকুড়ি রেল গুমটি এলাকায়। সৌরভ ও তার বড় ভাই রাসেল মোটরসাইকেল নিয়ে বিরামপুরে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুই জনই রাস্তায় ছিটকে পড়ে যান, এতে দুই ভাই গুরুতর আহত হন।

এ সময় তাদের উদ্ধার করে হিলি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে সৌরভের অবস্থা খারাপ হওয়ার চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করে দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে সৌরভ মারা যায়। সে হিলির সাতকুড়ি গ্রামের আজমলের ছেলে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে