[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে খরিপ-২ মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে। বুধবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কৃষি অফিসের সভাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগম, সহকারী কৃষি অফিসার আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় কৃষকদের এসব শস্য চাষের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয় এই পদ্ধতি সম্পর্কে। আলোচনা সভা শেষে উপজেলার ২০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার।