[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি বাড়ায় কমেছে পেঁয়াজের দাম। কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ৮ থেকে ১০ টাকা। বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩২ টাকায়।পাইকাররা স্বস্তিতে আছেন দাম কমায়। এদিকে, আমদানিকারকরা জানান, ভারতে প্রচুর পেঁয়াজের এলসি করা আছে। সে পেঁয়াজ বন্দর দিয়ে প্রবেশ শুরু করলে দাম আরো কমে আসবে বলেও জানান তারা।
হিলি কাস্টমস জানায়, চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে ৩২ ভারতীয় ট্রাকে ৮শ’ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এবং গেলো সপ্তাহের ৫ কর্মদিবসে ১শ’ ১২ টি ভারতীয় ট্রাকে ২ হাজার ৫শ’ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।