হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১০৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

বুধবার, জানুয়ারি ২৭, ২০২১,১:৫৫ অপরাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খানের সভাপতিত্বে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১০৪তম বোর্ড সভা গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়।

          সভায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা শেষে সরকারের আর্থিক সহায়তা ৮ কোটি টাকা প্রাপ্তি সাপেক্ষে ১৭ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়।

          উক্ত অর্থের মধ্যে ট্রাস্টের প্রশাসনিক ব্যয় বাদে মঠ-মন্দিরে সংস্কারের জন্য ৩ কোটি ৮১ লাখ টাকা এবং অস্বচ্ছল সনাতন ব্যক্তিদের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা অনুদান প্রদান, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপনে ৪০ লাখ টাকার সনাতন হিন্দু ছাত্রদের বৃত্তি বাবদ ৪৫ লাখ টাকা, সমগ্র দেশে শুভ জন্মাষ্টমী উদ্‌যাপনে ২০ লাখ টাকা, ১৫ আগস্ট জাতীয়  শোকদিবস খাতে ১৫ লাখ টাকা, প্রকাশনা খাতে ৮ দশমিক ৫ লাখ টাকা ও দেশের অভ্যন্তরে তীর্থখাতে ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

          ট্রাস্টের সচিব বিষ্ণু কুমার সরকার সভা পরিচালনা করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে