[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে রাজধানীর হাতিরঝিল থেকে। তাদের আটক করা হয় বুধবার (২৮ আগস্ট) রাত দশটার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজ থেকে। এ তথ্য জানানো হয় রাতে র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে।
র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিয়মিত মাদকদ্রব্য পাচার করার কথা স্বীকার করেছে। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয় যা মাদকদ্রব্য পাচারে ব্যবহৃত। র্যাব জানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হবে।