হাসপাতালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

বৃহস্পতিবার, অক্টোবর ১৪, ২০২১,৩:২১ অপরাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে।

গত ১০ অক্টোবর রাতে চট্টগ্রামে নিজ বাসায় পড়ে গিয়ে কোমরে আঘাত পান ইঞ্জিনিয়ার মোশাররফ। গতকাল বুধবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয় তাঁকে। 

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

ইঞ্জিনিয়ার মোশাররফের ব্যক্তিগত সহকারী নূর খান বলেন, সাবেক মন্ত্রীর শারীরিক অবস্থা এখন ভালো। বাসায় পড়ে আঘাত পেয়েছিলেন‌। বুধবার বঙ্গবন্ধু মেডিক্যালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্ট দেখে আজ (বৃহস্পতিবার) সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে