হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

মঙ্গলবার, মে ২৫, ২০২১,২:০৫ অপরাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে।

এক শোক বার্তায় তিনি প্রয়াত হাবীবুল্লাহ সিরাজীর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একুশে পদকপ্রাপ্ত কবি হাবীবুল্লাহ সিরাজী নানা রোগে ভুগে সোমবার মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

২০১৮ সালে ২০ ডিসেম্বর সরকার তাকে তিন বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দিয়েছিল। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২টি। এছাড়া তিনি দুটি উপন্যাস, দুটি প্রবন্ধ, একটি স্মৃতিকথা এবং ১০টির মতো ছড়াগ্রন্থ রচনা করেছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে