[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পশ্চিমবঙ্গের পুকুরিয়া থানার পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরগাই গ্রামের এক যুবক বন্ধুদের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিহত হয়েছেন। ঘটনার পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত যুবকের নাম করিম শেখ (১৮)।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে সামান্য দূরে অন্য দুই বন্ধু আব্দুল শেখ ও জাকির শেখের সঙ্গে টিকটকের ভিডিও বানাচ্ছিলেন করিম শেখ। সেই সময় করিমের হাত-পা বেঁধে মুখের মধ্যে প্লাস্টিক গুঁজে দেওয়া হয়েছিল। এরপরই অচেতন হয়ে পড়েন করিম। তড়িঘড়ি উদ্ধার করে তাকে স্থানীয় আরাইডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। টিকটকের ভিডিও বানাতে গিয়ে আচমকা এমন ঘটনায় হতচকিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।