[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দিনাজপুরের হাকিমপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বাড়ি থেকে গৃহপরিচালিকা নাজমুন নাহার (১৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফুলবাড়ী উপজেলার বারাইপাড়া গ্রামের একাব্বর হোসেনের মেয়ে নাজমুন নাহার।
পুলিশ জানায়, আজ বুধবার সকালে সংবাদ পেয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ এস এম রেজা আহম্মেদ বিপুলের বাড়ি থেকে গৃহপরিচালিকা নাজমুন নাহারের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্টের পর মরেদহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানায়, তারা ঘটনাস্থল থেকে কোনো ঝুলন্ত মরদেহ পায়নি। নাজমুন নাহারের পরিবার দাবি করেছে তাকে হত্যা করা হয়েছে।
এদিকে, বিপুলের বাড়ির লোকজন দাবি করছে নাজমুন নাহার দোতলার একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্তারিত জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর।