[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ. জ. ম. নাছির উদ্দীন অব্যবহৃত হলি ক্রিসেন্ট হাসপাতালকে চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ভেন্টিলেটর সহ ২০ বেডের আইসিইউ ইউনিট এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত ও চিকিৎসা সেবা প্রদানে ১শত শয্যা বিশিষ্ঠ একটি পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নিত করার কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি এই কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, কাজের অগ্রগতির ধারায় আগামী দুই-চারদিনের মধ্যেই এই বেসরকারি হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে আশা করছি। এটি চালু হলে চট্টগ্রামে করোনা সংক্রমণ প্রতিহত ও চিকিৎসা সেবা কার্যক্রমে একটি নতুন মাত্রা যুক্ত হবে। তিনি এই হাসপাতালের সাথে সংশ্লিষ্ট প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশন ছাড়াও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর,সিভিল সার্জন, বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, টিএন্ডটি সহ সকল সরকারি ও আধা সরকারি সেবা সংস্থা কর্তৃপক্ষের সহযোগিতা ও প্রণোদনা প্রদানের জন্য কৃতজ্ঞতা জানান।
এসময় কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম বিভাগের পরিচালক(স্বাস্থ) ডা. হাসান শাহরিয়ার কবির, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, মেয়রের একান্ত সহকারি রায়হান ইউসুফ, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. লেয়াকত আলী খান, ডা. মো. ইউসুফ,ডা. আহমেদ রহিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।