[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হবিগঞ্জ সদর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারীর (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয় হবিগঞ্জ-রাজিউড়া সড়কের রাজিউড়া এলাকা থেকে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, মৃত নারীর ভ্যানেটি ব্যাগে গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে হবিগঞ্জ এনা বাস সার্ভিসের একটি টিকিট পাওয়া গেছে। এছাড়া কিছু ইমিটেশনের গহনাসহ তাঁর ব্যবহৃত মালামাল রয়েছে ব্যাগে। ওসি আরো বলেন, লাশটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর কারণ শতভাগ নিশ্চিত হওয়া যাবে। পুলিশের ধারণা ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর ওই স্থানে ফেলে রাখা হয়েছে বলে জানান তিনি।