[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হবিগঞ্জের লাখাইয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশ আটক করেছে মোশাহিদ মিয়া (৪০) নামে এক ছিনতাইকারীকে । শনিবার( ২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কের বুল্লা এলাকা থেকে আটক করা হয় তাকে।
উপজেলার সিংহ গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আটক মোশাহিদ।
লাখাই থানার (ওসি) এমরান হোসেন জানান, একজন চিহ্নিত ছিনতাইকারী মোশাহিদ মিয়া। সে রাতের আধারে এলাকার লোকজনের মধ্যে ভীতি সঞ্চার করে ছিনতাই করে থাকে। তার বিরুদ্ধে ছিনতাই ছাড়াও একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আটক করা সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (ড্যাগার) ও একটি কাঁচি উদ্ধার করা।