[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সাত সদস্যকে র্যাব গ্রেপ্তার করেছে । তারা হলো মোশারফ হোসেন মাহিন, আমিনুল ইসলাম, চাঁদ হাওলাদার, রবিন মিয়া, বাবু, রফিক ও সচিত দাস। গত সোমবার সন্ধ্যায় বিমানবন্দর গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এই চক্রের সাতজনকে । অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি মলম, পাঁচটি স্পেয়ার ব্লেড, তিনটি মোবাইল ফোনসেট ও উদ্ধার করা হয় ৭৫০ টাকা ।
র্যাব-১-এর এএসপি মো. সালাউদ্দিন জানান, সম্প্রতি এই চক্রের সদস্যরা সাধারণ পথচারী যাত্রী এবং বিমানবন্দরে প্রবেশরত হজযাত্রীদের কাছ থেকে কৌশলে মোবাইল ফোনসেট ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়েছে। এ ছাড়াও তারা যাত্রীবাহী বাসে উঠে সাধারণ যাত্রীদের কৌশলে অজ্ঞান করে তাদের কাছ থেকে মোবাইল ফোনসেট, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মূল্যবান সামগ্রীসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। এই চক্রের সদস্যরা বিদেশ গমনাগমনের উদ্দেশ্যে আগত লোকজন ও এই এলাকার বাসযাত্রী, পথচারীদের গতিরোধ করে কৌশলে বোকা বানিয়ে অজ্ঞান করে তাদের চোখে চেতনানাশক মলম দিয়ে । কেউ টের পেলে বা বাধা দিলে তাকে ভয় দেখিয়ে তাদের কাছে থাকা আঘাত করে স্পেয়ার ব্লেড দিয়ে ।
হজযাত্রীসহ অন্য যাত্রীরা বিমানবন্দর ফুট ওভারব্রিজ পার হওয়ার সময় তারা তাদের ব্যাগসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় ছিনতাই করে । এ ছাড়া তারা শশা, বরই, আচার ইত্যাদি খাদ্যদ্রব্যে চেতনানাশক রাসায়নিক তরল পদার্থ মিশিয়ে সাধারণ মানুষকে অজ্ঞান করে তাদের সর্বস্ব লুট করে।