[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মোটর সাইকেল দুর্ঘটনায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তিনজন এবং রিকশাভ্যান উল্টে বীরগঞ্জ উপজেলায় একজন মারা গেছেন। আরও তিনজন এতে আহত হয়েছেন। এ দুর্ঘটনা মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে ঘটে বলে পুলিশ জানায়। নিহতরা হলেন, ফরহাদ হোসেন (৩৫), অন্তর (৩২) আসিক (২৮)।
অটোরিকশা ভ্যান দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার বয়স ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। ফখরুল হাসান ফুলবাড়ী থানার ওসি বলেন, মুখোমুখি সংঘর্ষ হয় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী দুইটি মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফুলবাড়ীমুখী একটি বাসের। এতে তিন মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
সাকিলা পারভিন বীরগঞ্জ থানার ওসি বলেন, একটি রিকশাভ্যান উল্টে এক ব্যক্তি আহত হন গাড়ির ধাক্কায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।