স্যুটিংয়ের সময় ও স্থান পরিবর্তন হওয়ায় কাস্টিংয়েও পরিবর্তন হচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমা

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯,৯:১৬ পূর্বাহ্ণ
0
93

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রতিনিধি, মো. রবিনঃ অনেক দিন ধরেই আলোচনার শীর্ষে রয়েছে জাজ মাল্টিমিডিয়ার স্পাই থ্রিলার মুভি ‘মাসুদ রানা(MR9)’ নিয়ে।

৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হওয়ার কথা সিনেমাটি, যাতে অভিনয় করছেন বাংলাদেশী শিল্পীসহ হলিউড, বলিউড স্টাররা। অনেকদিন ধরেই জল্পনা কল্পনা চলছে মাসুদ রানার ভক্তবৃন্দদের মাঝে।
তবে সাম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে জানা যায়, স্যুটিং-এর সময় পরিবর্তন হওয়ার কারণে কাস্টিংয়েও কিছুটা পরিবর্তন করতে হয়েছে ।

মাসুদ রানা(MR9) এর সুটিং আরো আগে হওয়ার কথা থাকলেও সুটিং শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে।
সিনেমাটির ৫০% নির্মাণ কাজ মরিশাসে হওয়ার কথা থাকলেও সেখানকার পরিবেশ শুটিং বান্ধব না হওয়ায় কারনে (যেমন উন্নত ক্যামেরা, লাইট, বন্দুক পিস্তল গুলি ও শুটিং এর আনুসাঙ্গিক) সুটিংয়ের সময় পরিবর্তন করা হয়েছে।

এদিকে ‘মাসুদ রানা’ সিনেমায় ‘সুলতা’ চরিত্রে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের অভিনয় করার কথা থাকলেও সুটিংয়ের সময় ও তার শিডিউলে সামঞ্জস্য না হওয়ায় ‘সুলতা’ চরিত্রে অভিনয় করছে না শ্রদ্ধা কাপুর। তবে ইতোমধ্যে এই চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের অন্য এক অভিনেত্রী। ‘সুলতা’ চরিত্রে কে অভিনয় করেছেন তা খুব শীঘ্রই জানিয়ে দেয়া হবে দর্শকদের।

এদিকে যৌথ প্রযোজনার ক্ষেত্রে বাংলাদেশের নীতিমালা জটিল হওয়ায় সরকারের কাছে এখনও আবেদন করা হয়নি যা করা হবে আগামী রবিবার।
তাছাড়া এখন মাসুদ রানারা শুটিং,  বাংলাদেশে ৩০%, সাউথ আফ্রিকা ৪০%, মরিশাস ১০%, থাইল্যান্ড ১০%, ও আমেরিকাতে ১০% হবে বলেও জানায় জাজ মাল্টিমিডিয়া।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে