স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদের শোক প্রকাশ

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯,৪:২৩ অপরাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের উন্নয়নের এবং নারী- পুরুষের সমতা প্রতিষ্ঠার অন্যতম পথদ্রষ্টা, বিশ্বের সর্ববৃহৎ এনজিও- ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ গতকাল রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন অত্যন্ত মানবিক, নিরলস শ্রম ও গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি ছিলেন নারী আন্দোলন তথা বাংলাদেশ মহিলা পরিষদের একান্ত সুহৃদ ।
দেশপ্রেমিক, যুক্তরাজ্যের নাইট উপাধিতে ভূষিত এই ব্যক্তিত্বের মৃত্যুতে দেশ এক দেশপ্রেমী, দায়বোধসম্পন্ন ব্যক্তিত্বকে হারালো। তাঁর মৃত্যুতে বাংলাদেশের নারী- পুরুষের সমতা প্রতিষ্ঠা ও ধনী- দরিদ্র বৈষম্য নিরসনের সামাজিক আন্দোলনের অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।

বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছে। বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে