[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মার্কিনরা একটি স্মার্টফোন গড় মেয়াদে ৩৩ মাস ব্যবহার করে থাকে। এর মধ্যে একজন মার্কিনি একটি আইফোন গড়ে ১৮ মাস ব্যবহার করে আর স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহার করা হয় সাড়ে ১৬ মাস। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে দেখা গেছে, এক স্মার্টফোন মূলত দাম বাড়ার কারণেই মার্কিনরা দীর্ঘদিন ব্যবহার করছেন। পাঁচ বছর আগে মার্কিনরা স্মার্টফোন বদলাতেন ১৯ মাসে। বর্তমানে ৩৩ মাসে বদলায়। গবেষণায় দেখা যায়, যুক্তরাষ্ট্রে মোবাইল ব্যবহারকারীরা অ্যাপল ও স্যামসাংয়ের স্মার্টফোন বেশি ব্যবহার করে। তবে স্যামসাংয়ের চেয়ে আইফোন এগিয়ে আছে।