স্বেচ্ছাসেবক লীগ নেতার দোকানে চেয়ারম্যানের তালা, পদে থাকতে লাগবে লক্ষ টাকা

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯,৫:১৩ পূর্বাহ্ণ
0
74

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজীর বিরুদ্ধে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতির দোকানে তালা দিয়ে সিলগালা করে দেয়ার অভিযোগ উঠেছে। যদি পদে থাকতে হয় তাহলে চেয়ারম্যানকে পাঁচ লাখ টাকা দিতে হবে, না হয় তাকে চিরতরে রাজনীতি ছেড়ে দিতে হবে।

গতকাল সোমবার সন্ধ্যায় এ অভিযোগ দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ব্যবসায়ী আলী আজগর। ইউনিয়নের শংকরপুর তালতলা বাজারে মা এন্টার প্রাইজ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সঙ্গে রাজনীতি করতেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলী আজগর। কিন্তু গত কিছুদিন যাবৎ চেয়ারম্যানের সঙ্গে যোগযোগ না করায় প্রতিহিংসাবসত তার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করে আসছে। 

পদ ত্যাগ না করায় চেয়ারম্যান ও তার লোকজন তার দোকানে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয়। যদি পদে থাকতে হয় তাহলে চেয়ারম্যানকে পাঁচ লাখ টাকা দিতে হবে, না হয় তাকে চিরতরে রাজনীতি ছেড়ে দিতে হবে। তাকে চেয়ারম্যান ও তার গ্রুপ হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে