[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল মান্নান বলেছেন, স্বাস্থ্য বিভাগের হাতে বর্তমানে প্রায় ৩ লাখ কিট মজুদ রয়েছে। মজুদকৃত কিট দিয়ে আরো অন্তত একমাস চালানো যাবে। এরপরও আরো কিট আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে। সুতরাং দেশে করোনা পরীক্ষায় কোনো সংকট নেই। তিনি বলেন, করোনা পরীক্ষা বৃদ্ধিতেও আরো উদ্যোগ নেয়া হবে।
গতকাল ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন প্ল্যাটফর্মে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’র এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য সচিব। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) শেখ মুজিবর রহমান-সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।
ভ্যাকসিন আবিষ্কারের হলে সবার আগে তা বাংলাদেশে আসবে জানিয়ে সচিব বলেন, যুক্তরাজ্য, চীন-সহ অনেক দেশই ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে রয়েছে। বিশ্বের যেসব দেশের মাথাপিছু আয় ৪ হাজার ডলারের নীচে সেসব দেশ এই ভ্যাকসিন বিনামূল্যে পাবে। যেহেতু বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার মার্কিন ডলারের কাছাকাছি সুতরাং বাংলাদেশে এই ভ্যাকসিন বিনামূল্যেই পেয়ে যাবে। ভ্যাকসিন এলে দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে ক্রমান্বয়ে বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে। একই সাথে ভ্যাকসিন আনার প্রক্রিয়া ও বিতরণের জন্যও সরকার যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে।
সভায় কমিটির সদস্যগণ তাঁদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। সদস্যরা করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি, কভিড হাসপাতালে বেড খালি থাকা বিষয়ে ব্যবস্থা গ্রহণ, হাসপাতাল ব্যবস্থাপনা ভালো করা, হাসপাতালগুলোতে নন-কোভিড রোগীদের সেবা দিতে বিশেষ উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন।
সভায় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ্ নমুনা পরীক্ষা সংখ্যা বৃদ্ধি করা, বিমান বন্দরে কাস্টমসে জরুরি চিকিৎসা সামগ্রী প্রবেশে শুল্ক ব্যবস্থা শিথিল করা, স্বাস্থ্য অধিদপ্তরে একজন জরুরি ফোকাল পয়েন্ট রাখা এবং সিএমএইচডি’তে জরুরি কাজের সহজ প্রক্রিয়া তৈরির বিষয়ে পরামর্শ দেন ।