স্বাস্থ্য কর্তৃপক্ষের দ্বায়িত্বহীন বক্তব্যে মানুষ স্বাস্থ্যবিধি মানতে অনুৎসাহিত

রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২০,৯:৫৪ অপরাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

“স্বাস্থ্য কর্তৃপক্ষের দায়িত্বহীন বক্তব্যের কারণেই মানুষ স্বাস্থ্যবিধি মানতে অনুৎসাহিত হচ্ছে। মন্ত্রী যখন বলেন ভ্যাকসিন আসার আগেই বাংলাদেশ থেকে করোনা চলে যাবে তখন মানুষ আর স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনীয়তা বোধ করেনা। টেকনিক্যাল কমিটি বিশেষজ্ঞ কমিটি যেখানে র‌্যাপিড টেষ্ট করতে বলে তখন সেটা না করা কার স্বার্থে সেটা কেউ বুঝতে পারছেনা। দেশের মানুষকে তাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হবে, সহবাসনিরোধ মানতে হবে। ওয়ার্কার্স পার্টির বগুড়া জেলা কমিটিকে ভ্যাকসিন পাওয়া যাক বা না যাক, বগুড়াবাসীকে নিদেনপক্ষে মাস্ক পরতে উৎসাহিত করতে কর্মসূচি নিতে হবে। করোনা সংক্রামণের বৃত্ত থেকে বেরিয়ে আসার কোন বিকল্প নাই।”

আজ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বগুড়া জেলা কমিটি সভায় ভিডিও যুক্ত হয়ে পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক এই আহ্বান জানান।
মানিক বলেন, করোনা সংক্রামণ স্বাস্থ্যখাতের দুর্নীতি ও ভঙ্গুর অবস্থায় যে চিত্র বেরিয়ে এসেছে তার অবসানের কোন লক্ষণ নাই। বরং ঐ দুর্নীতিবাজরাই জেকে বসে আছে। একমাত্র জনদাবী স্বাস্থ্যখাতে পুনঃগঠনে কর্তৃপক্ষকে বাধ্য করতে পারে।

মানিক আরো বলেন, বন্যাত্তর কৃষি ও বন্যার্তদের পুনর্বাসনের ব্যবস্থা নিতে আহবান জানান। তিনি যমুনা-তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি, নদীর ভাঙ্গন রোধ, নদী খনন, নদীর পাড় বাধাইসহ যুমনা-তিস্তা অববাহিকায় সরকার যে প্রকল্প প্রণয়ন করেছে তা বাস্তবায়নের দাবীতে উত্তরাঞ্চলের ওয়ার্কার্স পার্টি ঐক্যবদ্ধ ও সংগঠিত হতে আহবান জানান।

সভায় প্রয়াত ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় প্রবীন নেতা আব্দুর রাজ্জাকের ১ম মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাটকল খুলে দেয়া, স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধসহ পার্টির ১৩ দফা দাবী, মাক্সপরাসহ স্বাস্থ্যবিধি অনুসারণের জন্য প্রচার কর্মসূচী গ্রহণ করে।

বগুড়া জেলা কমিটি ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল রউফের সভাপতিত্বে সভায় করোনাকালীন সময়ে বগুড়া জেলার ওয়ার্কার্স পার্টির কার্য্যক্রমের বিবরণ তুলে ধরেন কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রোম। আলোচনায় অংশ নেন জেলা কমিটির সদস্য কমরেড সাইফুল ইসলাম সুমন, জেবুন নাহার, ওহাব মন্ডল, আবুল কালাম প্রমুখ নেতৃবৃন্দ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে