[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে স্বাস্থ্যখাতের দুর্নীতি,অব্যবস্থাপনা, সমন্বয়হীনতার ফলে সৃষ্ট চরম নৈরাজ্য জনক অবস্থার উত্তোরণে যথাযথ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে স্বাস্থ্য অধিকার অক্ষুন্ন রেখে সকলের জন্য জবাবদিহিমুলক স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সীমাহীন দুর্নীতি, অনিয়ন্ত্রিত লুটপাট, অনিয়ম, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতার কারনে দেশের স্বাস্থ্যব্যবস্থা অনেকটাই ভঙ্গুর। বিশেষত গত কয়েক মাস ধরে করোনা মহামারীর প্রাদুর্ভাব প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রণালয়ের চরম ব্যর্থতা, জনমনে তীব্র হতাশা,উদ্বেগ, অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি করেছে। এই সংকটকালীন সময়ে যখন চিকিৎসার জন্য হন্যে হয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরে চিকিৎসক সহ অগনিত মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই সময় করোনাকালীন স্বাস্থ্যসেবা দেওয়ার নামে চলেছে কর্তৃপক্ষের একের পর এক সীমাহীন মিথ্যাচার, দুর্নীতি আর অনিয়ম।
বিবৃতিতে তারা আরো বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ এই সকল ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। সংবিধান অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রাপ্তি সকল নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু স্বাস্থ্যমন্ত্রণালয়ের দীর্ঘদিনের অদক্ষতা,অব্যবস্থা ও অনিয়মের কারনে এই অধিকার নিশ্চিত করা যায়নি। চরম দুর্নীতির কারণে যথাযথ মাস্ক ও পিপিই না পাওয়ায় প্রাণ দিতে হয়েছে কর্তব্যরত বহু বিশেষজ্ঞ চিকিৎসক সহ অনেক প্রতিশ্রুতি শীল চিকিৎসককে। যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সুষ্ঠু জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থ্যাপনা অবকাঠামো তৈরি করতে হবে। দেশের জনসংখ্যা, সাম্প্রতিক সমযয়ে স্বাস্থ্যবিজ্ঞানের উন্নয়নের ফলে সৃষ্ট সুযোগের সদ্ব্যবহার,সময়ের চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রদানে প্রশিক্ষিত দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। স্বাস্থ্যখাতে নিয়মিত অডিটের পাশাপাশি প্রয়োজন সমন্বয়, নিয়োগ প্রক্রিয়া,ক্রয় প্রক্রিয়া, প্রকল্প ব্যবস্থাপনাসহ সকল ক্ষেত্রে নিবিড় মনিটরিং।
একই সাথে মন্ত্রণালয়,অধিদপ্তর, সকল হাসপাতাল সহ স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙ্গতে হবে। স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হাসপাতালসহ সকল স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনা কমিটিতে নাগরিক সমাজের প্রতিনিধি যুক্ত করতে হবে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্নীতির ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত সকল দোষী ব্যক্তিদের যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশ মহিলা পরিষদ জোর দাবি জানাচ্ছ। এক্ষেত্রে যেন কোনক্রমেই কারো অপরাধ ধামাচাপা দেয়ার প্রক্রিয়া অনুসরণ করা না হয়। একই সাথে অবিলম্বে এইসব অনিয়ম দূর্নীতি, অব্যবস্থাপনা কঠোর হস্তে দমন করে জবাবদিহিমূলক সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানাচ্ছে। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনস (বিএমএ)সহ চিকিৎসকদের অন্যান্য সকল সংগঠনকে এক্ষেত্রে এগিয়ে আসার এবং যথার্থ ভূমিকা রাখার দাবি জানাচ্ছি।
আমরা আশা করি সরকার স্বাস্থ্যখাতসহ সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক উদ্যোগ গ্রহন করবে।