দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, মে ৩০, ২০১৯,৪:৫৪ পূর্বাহ্ণ
0
660

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে দুই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করা হয় বৃহস্পতিবার সকালে । প্রাথমিকভাবে নিহতরা দুই বন্ধু বলে জানিয়েছে এলাকাবাসী।

নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর এলাকার বিপ্লব চন্দ্র রায় (২৫) ও হানিফুর রহমান (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পাশে নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাঁচা রাস্তার ধারে স্থানীয়রা দুজনের লাশ পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

বীরগঞ্জ থানার পরিদর্শক শাকিলা পারভীন জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।  শুরু হয়েছে তদন্ত। এখন হত্যাকাণ্ডের  জানা যায়নি কারণ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে