স্বাভাবিক হয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯,৪:১৭ পূর্বাহ্ণ
0
20

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। বিআইডাব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে হঠাৎ ভোরে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। এতে নৌরটের দিক নির্দেশনা বাতি অস্পষ্ট হয়ে ওঠে। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নৌরুটের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয় বলেও জানায় সূত্রটি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডাব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট ব্যবস্থাপক আব্দুল আলীম। তিনি বলেন, ‘ভোর ৫টা থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে পুনরায় স্বাভাবিক হবে ফেরি চলাচল।’  

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে