স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুর রউফ

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২০,৪:৪৯ অপরাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন দেশের মুক্তি সংগ্রামে অসামান্য অবদানের জন্য ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কমান্ডার মরহুম আব্দুর রউফ। জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন কিশোরগঞ্জের ভৈরবের সন্তান মরহুম আব্দুর রউফ।

সেসব কাজের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে কমান্ডার আব্দুর রউফসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে। এ তথ্য জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে। এর আগে ২০১৩ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে