[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন দেশের মুক্তি সংগ্রামে অসামান্য অবদানের জন্য ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কমান্ডার মরহুম আব্দুর রউফ। জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন কিশোরগঞ্জের ভৈরবের সন্তান মরহুম আব্দুর রউফ।
সেসব কাজের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে কমান্ডার আব্দুর রউফসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে। এ তথ্য জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে। এর আগে ২০১৩ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য।