স্বাধীনতার সুফল দু:খী মানুষের ঘরে পৌছাতে হবে: মেনন

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯,৬:৫৮ পূর্বাহ্ণ
0
18
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

স্বাধীনতার সুফল যতক্ষণে দু:খী মানুষের ঘরে পৌছাতে না পারা যাবে ততক্ষণে স্বাধীনতা অর্থবহ হবে না। স্বাধীনতার ৪৮ বছর পার হলেও এখনো দু:খী মানুষেরা স্বাধীনতার সুফল উপভোগ করতে পারছে না। তাই আগামী মুজিব বছরে আমাদেরকে শপথ নিতে হবে বঙ্গবন্ধু স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিল দু:খী মানুষের মুখে হাসি ফোটাতে পারলে স্বাধীনতা অর্থবহ হয়ে উঠবে।

আজ ২৭ ডিসেম্বর ২০১৯ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মুগদা থানা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে জননেতা রাশেদ খান মেনন এ অভিমত ব্যক্ত করেন। মুগদা হায়দার আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর নেতা ওমর ফারুক সুমন। সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, মহানগর নেতা কমরেড তাপস দাস, ছাত্র নেতা অতুলনাথ দাস আলো, যুবনেতা জামিরুল ইসলাম ডালিম, আরিফুল ইসলাম, বাদশা, বিপ্লব, আলমগীর শিকদার, মিনারা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেনন বলেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু যাতে হতে পারে তার জন্য নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে