স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে “রান ফর চন্দনাইশ” মিনি ম্যারাথন প্রতিযোগিতা

বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫,৩:৪৮ অপরাহ্ণ
0
11

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর উদ্যোগে আগামী ৩১শে জানুয়ারি ২০২৫ তারিখে “রান ফর চন্দনাইশ” মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১০ কিলোমিটার দীর্ঘ এ প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ ও মহিলা উভয় ক্যাটাগরিতে মোট ৩০০ জন প্রতিযোগী ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

দৌড়টি বরকল এস জেড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সূচিয়া, চন্দনাইশ সদর হয়ে গাছবাড়িয়া কলেজ মাঠে সমাপ্ত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজীব হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি মাকসুদুর রহমান।

আয়োজনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, চন্দনাইশের ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সুস্থ জীবনযাপনের প্রতি সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। হাঁটাচলা এবং শারীরিক অনুশীলনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এবং ইতোমধ্যে স্বপ্নবিলাস বিদ্যানিকেতন কর্তৃক চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে উক্ত ম্যারাথন নিয়ে মিট দ্যা প্রেস এবং ম্যারাথনের টি-শার্ট উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সমাজসেবা অফিসার।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে