স্থগিত হয়েছে চসিকসহ সব উপনির্বাচন

শনিবার, মার্চ ২১, ২০২০,৯:২৩ পূর্বাহ্ণ
0
12

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নির্বাচন কমিশন অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিতর্কের মুখে। একই সঙ্গে বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপনির্বাচনসহ প্রায় অর্ধশত স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করা হচ্ছে।

নির্বাচন কমিশন শনিবার (২১ মার্চ) বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিভিন্ন মহল থেকে নির্বাচন বন্ধের দাবি তোলা হয় করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে। অবশেষে শনিবার বেলা সাড়ে ১১টায় এ নিয়ে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন তীব্র বিতর্কের মুখে। সব ধরনের ভোট স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয় বৈঠকে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে