স্থগিত করা হচ্ছে টোকিও অলিম্পিক ২০২০

মঙ্গলবার, মার্চ ২৪, ২০২০,৯:৪৩ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অবশেষে স্থগিত করা হচ্ছে ‘টোকিও অলিম্পিক-২০২০’ করোনাভাইরাসের কারণে। এক বছরের জন্য পিছিয়ে যেতে পারে এ ক্রীড়াযজ্ঞ অ্যাথিলটদের দাবির মুখে। এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য- ডিক পাউন্ড।

এমন সিদ্ধান্ত এলো আসন্ন এ আয়োজনে ব্রিটেনের দল না পাঠানো ঘোষণার পরই। কানাডা ও অস্ট্রেলিয়াও তাদের অ্যাথলিটদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে করোনার কারণে। টোকিও অলিম্পিক আগামী ২৪ জুলাই শুরু হওয়ার কথা। কারোনার সংক্রমণ ঠেকাতে প্রতিযোগিতা স্থগিতের চাপ বাড়তে থাকায়, এ সিদ্ধান্তে আসতে যাচ্ছে সংশ্লিষ্টরা।

এর আগে, করোনার কারণে অলিম্পিক্স স্থগিতের আভাস দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে