[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সিরাজগঞ্জের তাড়াশে মিল্টন হোসেন নামের এক যুবককে শিকলে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে স্ত্রীকে তালাক না দেওয়ায়। গত বৃহস্পতিবার রাতে তাড়াশ পৌর এলাকার রঘুনিলী গ্রামে ঘটনাটি ঘটে। ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মিল্টন হোসেন।
বগুড়ার গাবতলী উপজেলার ধুলিরচর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রাবেয়া খাতুনের অভিযোগ পেয়ে গতকাল শুক্রবার সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির বারান্দায় লোহার শিকলে মিল্টনকে বেঁধে রাখা হয়েছে। মিল্টনের দুই হাত, দুই পা ও কোমরে শিকল দিয়ে বাঁধা। বড় বড় তিনটি তালা ঝুলছে পৃথক তিনটি শিকলে।
শিকলবন্দি মিল্টন বলেন, ‘বৃহস্পতিবার রাতে মা-বাবা ও বোন মিলে আমাকে নির্যাতনের পর বেঁধে রেখেছেন। মা-বাবা প্রায়ই চাপ দিচ্ছিলেন স্ত্রীকে তালাক দিতে। কিন্তু তাতে রাজি না হওয়ায় সবাই মিলে আমাকে এভাবে নির্যাতন চালায়।’ তবে মিল্টনের বাবা ইসমাইল হোসেন বলেন, ‘আমার ছেলে মাদকাসক্ত। তাই তার নির্যাতন ঠেকাতে বেঁধে রাখা হয়েছে। আর স্ত্রীকে একবার তালাক দিয়ে আবারও বিয়ে করায় তাদের মধ্যে বনিবনা নেই।’