স্টেডিয়ামেও ছড়িয়ে পড়ে আমাজন দাবানলের ধোঁয়া

বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৯,৬:২০ পূর্বাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আমাজন দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে প্রায় এক মাস ধরে। এই আগুন ছড়িয়ে পড়ছে অনেক দূর পর্যন্ত। রিও ব্রাঙ্কোতে একটি স্টেডিয়ামেও ছড়িয়ে পড়ে এই আগুনের ধোঁয়া। যার ফলে সেই সময় ওই মাঠে চলা একটি ফুটবল ম্যাচ বন্ধ করে দিতে হয়েছে। শ্বাস ফেলতে পারছিলেন না খেলোয়াড়রা। তাই তাদের মাঠ ছাড়তে হয় খুব তাড়াহুড়ো করে।

ব্রাজিলের তৃতীয় বিভাগের এক ম্যাচের ঘটনা, যেখানে দুটি দল খেলছিলো অ্যাটলেটিকো অ্যাক্রেয়ানো এবং লুভেরডেন্স নামের। এমন ঘটনা ঘটে ম্যাচের ষষ্ঠ মিনিটেই। ফলে ম্যাচটি বন্ধ থাকে প্রায় সাত মিনিট।

দাবানলের এই ধোঁয়া স্টেডিয়ামের উপর হঠাৎ কিভাবে এসে পড়লো সেটি অবশ্য কিছুটা বিস্ময়ের ব্যাপার। আমাজন বন থেকে বেশ দূরে স্টেডিয়াম। ম্যাচ শুরুর আগে প্র্যাকটিসের সময়ও এমন কিছু দেখা যায়নি।

তবে যেন এই ম্যাচকে ঘিরেই ধরেছিলো নানা ঝামেলা। অ্যাম্বুলেন্সের অভাবে এমনিতেই ম্যাচটি ১৫ মিনিট দেরিতে শুরু হয়। পরে ধোঁয়ার কারণে বন্ধ রাখতে হয় সাত মিনিট। এই ম্যাচে অ্যাটলেটিকো অ্যাক্রেয়ানো জিতেছে ৩-২ গোলে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে