সৌদি রাজকুমারি হাইফাকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত

মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২০,৬:২১ পূর্বাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সৌদি আরবের রাজকুমারি হাইফা বিনতে আবদুল আজিজ আল-মুকরিনকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক শাখায় সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

ইউনেস্কো বলছে, রাজকুমারি হাইফা এর আগে সফলতার সঙ্গে সৌদি আরবের অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারপর টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক উন্নয়ন নিয়েও কাজ করেছেন। তারও আগে সফলতার সঙ্গে কিং সৌদ ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেছেন। সবমিলিয়ে ইউনেস্কোর গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের পছন্দের ভিত্তিতে যোগ্য প্রার্থী হিসেবে তাকে বিবেচনা করা হয়।

জানা গেছে, রাজকুমারি হাইফা যুক্তরাষ্ট্রের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিস থেকে ২০০৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এর আগে ২০০০ সালে কিং সৌদি ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করেন। শিক্ষাজীবন শেষে কিং সৌদি ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করলেও ধিরে ধিরে তিনি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পড়েন। এরপর দেশি ও আন্তর্জাতিক সংস্থায় দীর্ঘ সময় ধরে কাজ করার অভিজ্ঞতা আছে তার। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে