সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

রবিবার, মার্চ ২২, ২০২০,৫:৪৯ পূর্বাহ্ণ
0
64

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দুই লরির ধাক্কায় আবদুল্লাহ আল নোমান (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন সৌদি আরবে ধূলিঝড়ের কবলে পড়ে। নূর নবী নামের অপর একজন আহত হয়েছেন দুর্ঘটনায়। শনিবার এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় রাত ৮টার দিকে সৌদি আরবের হাইল- তাবুক মহাসড়কের আলহায়াত নামক স্থানে।

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মৌলভী ইউনুস সাহেববাড়ির শেখ ফরিদের ছেলে নিহত নোমান। দীর্ঘদিন বিডি ফুডস কম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে সৌদিতে কর্মরত ছিলেন তিনি। একই এলাকায় আহত নূর নবীর বাড়ি।

জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত হন আবদুল্লাহ আল নোমান সৌদি আরবের হাইল-তাবুক মহাসড়কের আলহায়াত নামক স্থানে শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে। তাদের বহনকারী গাড়ির চালক নূর নবী এতে আহত হন। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত নূর নবীকে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে