সৌদি আরবে পবিত্র হজ পালন করতে পৌঁছেছেন ১ লাখ ২৬ হাজার হজযাত্রী, মৃতের সংখ্যা ৩৮

মঙ্গলবার, আগস্ট ৬, ২০১৯,৭:৩৩ পূর্বাহ্ণ
0
53

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পৌঁছেছেন এক লাখ ২৬ হাজার ৬০২ হজযাত্রী। তাদের মধ্যে ছয় হাজার ৯১৬ সরকারি ব্যবস্থাপনায় ও এক লাখ ১৯ হাজার ৬৮৬ হজযাত্রী রয়েছেন বেসরকারি ব্যবস্থাপনায় । সোমবার রাত পর্যন্ত বিভিন্ন কারণে ৩৮ জন মৃত্যুবরণ করেছেন ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৮০ ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৮১সহ মোট ৩৬১ ফ্লাইটে  সৌদি পৌঁছান তারা। আর এর মধ্যদিয়ে  এ বছরের নির্ধারিত হজ ফ্লাইট শেষ হয়েছে। এখনো যারা বাকী আছেন তারা  সৌদি পৌঁছাবেন নিয়মিত।পবিত্র হজ পালন করতে এসে মক্কা, মদীনা ও জেদ্দায় মারা গেছেন ৩৮ বাংলাদেশি হজযাত্রী এর মধ্যে ৩৩জন পুরুষ এবং ৫জন নারী রয়েছেন। ৫ জন নিঁখোজ আছেন ।

সবশেষ মারা যাওয়া ১৪ বাংলাদেশি হলেন, গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার সিরাজুল ইসলাম শেখ (৬৫) তার পাসপোর্ট নং BR0549231, চাপাইনবাবগঞ্জ সদরের মো: নওশেদ আলী (৬২) তার পাসপোর্ট নং BY0707249, রংপুর সদরের মো: আবুল কালাম আজাদ (৭৬) তার পাসপোর্ট নং BX0689201, বগুড়া সদরের মো: লোকমান আলী (৬৮) তার পাসপোর্ট নং BX0862219, ব্রাক্ষ্মনবাড়িয়া সদরের মো: রাহিস মিয়া (৮৩) তার পাসপোর্ট নং BY0233614, কুমিল্লার চান্দিনা উপজেলার আব্দুল কাদের (৬৮) তার পাসপোর্ট নং BW0486534, নরসিংদীর রায়পুর উপজেলার মো: সিরাজুল ইসলাম (৬৮) তার পাসপোর্ট নং BX0829635, ঢাকার ভাটারার শাহনাজ আছিয়া বেগম (৬২) তার পাসপোর্ট নং BW0958576, কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোছাম্মত জোৎসা আক্তার (৫৩) পাসপোর্ট নং BW0412336, বরিশালের উজিরপুর উপজেলার মজিবুর রহমান খান (৬৩) পাসপোর্ট নং BY0075744, নওগার পত্নীতলার মো: আফসার আলী (৮৯) পাসপোর্ট নং BY0301843, সিরাজগঞ্জের কামারখান্দার মো: দেলোয়ার হোসেন (৭০) পাসপোর্ট নং BM0327213, নরসিংদী সদরের মো: আলী (৬৪) পাসপোর্ট নং BR0521507 এবং গাজীপুর সদর উপজেলার মো: আবুল হোসাইন (৬৫) পাসপোর্ট নং EA0344332। 

এদিকে সোমবার দিবাগত রাতে মিনা হজ কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান এবং আরাফার ময়দানে স্থাপিত বাংলাদেশি হাজীদের তাবু পরিদর্শন করেন। কনসাল হজ আবুল হাসান, আইটি টিমের প্রধান শরীফ মো: রাশিদুল হাসান এসময় তার সঙ্গে ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে