[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে। সৌদি সরকার মঙ্গলবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়।
সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেও আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।
ঈদুল ফিতরে বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ঈদের নামাজসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।