সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি যুবক নিহত, স্বজনদের আহাজারি

সোমবার, আগস্ট ২৬, ২০১৯,৬:৫৫ পূর্বাহ্ণ
0
65

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি যুবক। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। স্বজনদের মধ্য চলছে মাতম। ঋণ করে তাদের বিদেশে পাঠিয়ে এখন সর্বস্বান্ত পরিবারগুলো। স্বজন ও এলাকাবাসী নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি অসহায় পরিবারকে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়ন স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে। পরিবারের অভাব দূর করতে ঋণের বোঝা মাথায় নিয়ে সাড়ে চার বছর আগে ওই এলাকার সুরুজ মিয়া, নূর, উজ্জ্বল ও রাসেল পাড়ি জমান সৌদি আরবে। কিন্তু পরপারে পাড়ি জমালেন পরিবারে স্বচ্ছলতার আশা জাগিয়ে।

নিহতদের স্বজনরা জানান, গত শুক্রবার সকালে কাজ শেষে পিকআপ ভ্যানে কোরে বাসায় ফেরছিলেন তারা। তারা মদিনার আল ফাহাদ কোম্পানিতে কাজ করতেন। পথে তাদের বহনকারী পিকআপের চাকা ফেটে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল, রাসেল, নূর ও সুরুজ মারা যান। তাদের মরদেহ মদিনা কিং ফাহাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাদের লাশ দ্রুত দেশের ফিরিয়ে আনার পাশাপশি অসহায় পরিবারকে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

ওকাপ নামের একটি এনজিও সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের ফিল্ড অফিসার মো. আমিনুল ইসলার নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ পেতে সহায়তার হাত বাড়িয়েছেন। সেইসাথে স্থানীয় প্রশাসেনর পাশাপশি সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্যও। নিহতরা পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন সৌদি আরবে আল ফাহাদ কোম্পানিতে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে