[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নারায়ণগঞ্জের সোনারগাঁয় তিন মাদক কারবারিকে ৪৫০ পুরিয়া হেরোইনসহ থানা পুলিশ গ্রেপ্তারের কথা জানিয়েছে। বৈদ্যেরবাজার লঞ্চঘাট মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গতকাল মঙ্গলবার ভোরে। প্রায় চার লাখ টাকা এই হেরোইনের দাম।গ্রেপ্তারকৃতরা হলো রহিম (৪৫), রুবেল (৩২) ও সজিব মিয়া (২৬)।
অভিযান পরিচালনাকারী সোনারগাঁ থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী, আড়াইহাজার, গজারিয়াসহ একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায় । মামলাগুলো আদালতে বিচারাধীন।সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা মাদক ও জড়িত ডাকাতির সঙ্গে । তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাঠানো হয়েছে জেলা আদালতে ।