সৈয়দা মাহফুজা সেলিনার মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

মঙ্গলবার, এপ্রিল ২০, ২০২১,৭:২৮ অপরাহ্ণ
0
38

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কমিটির বিকল্প সদস্য কমরেড কাজী মাহমুদুল হক সেনা’র মাতা সৈয়দা মাহফুজা সেলিনা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

অনেক দিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধীতে ভুগছিলেন। আজ সকালে ১১.১০ মিনিটে মারা যান। তিনি সাহিত্যানুরাগী ছিলেন। তাঁর স্বামী কাজী মোজাম্মেক হক গর্ভনমেন্ট ল্যাবরেটরি স্কুলের বাংলা সাহিত্যের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি নীলক্ষেত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করেন। সৈয়দা মাহফুজা সেলিনা ৩ ছেলে ১ মেয়ে আর স্বামী রেখে গেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর মত নিবেদিত প্রান একজন সাহিত্যানুরাগীর মৃত্যু অপুরনীয় ক্ষতি, যা পুরণ হবার নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে