সেরা পর্যটন দেশের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ

শনিবার, সেপ্টেম্বর ৭, ২০১৯,৭:১৮ পূর্বাহ্ণ
0
45

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

২০১৯ সালের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভ রিপোর্টে ভ্রমণ ও পর্যটনে সেরা দেশগুলোর তালিকায় বাংলাদেশ পাঁচ ধাপ এগিয়েছে। এ বছরের নতুন তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশ ১২০-এ পৌঁছেছে। পাকিস্তান আছে বাংলাদেশের নিচে ১২১তম অবস্থানে। এবার ইউরোপের দেশ স্পেন এ তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে। এরপর রয়েছে যথাক্রমে ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা ও সুইজারল্যান্ড।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিবেচনায় বিমান পরিবহন অবকাঠামো, নিরাপত্তা, সংস্কৃতি, বাসস্থান, টাকার মান ও স্থিতিশীল ভ্রমণের সুযোগসহ ৯০টি মানদণ্ড বিবেচনায় উন্নতি করায় এ সাফল্য পেল বাংলাদেশ। এছাড়া প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ, বিমান পরিবহন পরিকাঠামো, জাতীয় ভ্রমণ ও পর্যটন নীতি এবং উপযুক্ত পরিবেশও (নিরাপত্তা থেকে শুরু করে শ্রমবাজারের স্বাস্থ্যবিধি) এতে বিবেচনা করা হয়। ফোরামের প্রতিবেদন অনুযায়ী আঞ্চলিক বিশ্লেষণে এশিয়া-প্যাসিফিকে নিরাপত্তা ও সুরক্ষায় সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে