[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের কমান্ডার ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ শনিবার এক শোকবার্তায় আবু ওসমান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন স্পিকার। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
স্পিকার মহান মুক্তিযুদ্ধে লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এছাড়া আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপবৃন্দ।