[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে হাসপাতাল থেকে মাদ্রাসায় ফিরেছেন।
গতকাল সোমবার (১৫ জুন) বিকেলে আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে হাটহাজারী মাদরাসায় নিয়ে যাওয়া হয়।
এ তথ্য জানা গেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সূত্রে।
সূত্র জানায়, আল্লাম শফীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তাঁকে। বিকেল ৩টার দিকে হাটহাজারী মাদরাসার উদ্দেশে চমেক হাসপাতাল ছাড়েন হেফাজত আমির।