[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে। সুপ্রিম কোর্ট সূত্র নিশ্চিত করেছে, গত ৬ জুন সকালে তিনি বাসায় ফেরেন।
এর আগে গত পহেলা জুন পুরোনো অ্যাজমা সমস্যার কারণে তিনি (প্রধান বিচারপতি) সিএমএইচে ভর্তি হন। এরপর চিকিৎসকরা যথারীতি তার স্বাস্থ্য পরীক্ষা করেন। এতে দেখা যায়, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষনে রাখা হয়। প্রধান বিচারপতি সিএমএইচের কেবিনে থেকেই বিভিন্ন ফাইলে স্বাক্ষর করেন। সেখানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে সুস্থ হয়ে ওঠেন ও বাসায় ফেরেন।