সুস্থ জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২০,৮:৫০ পূর্বাহ্ণ
0
65

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই।

          প্রতিমন্ত্রী গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে  সচিবালয় থেকে যুক্ত হয়ে মাদারীপুর জেলা প্রশাসকের সাথে মাদারীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব  মোঃ আখতার হোসেন।

          প্রতিমন্ত্রী মাদারীপুর জেলা প্রশাসনের  উদ্ভাবনী  এ  উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জেলা প্রশাসনের ক্রীড়া বিষয়ক এপিএ চুক্তি স্বাক্ষর একটি একটি প্রশংসনীয় উদ্যোগ। দেশের প্রতিটি জেলা ও উপজেলা মাদারীপুরের এ মডেল উদ্যোগকে অনুসরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

          উল্লেখ্য,  দেশে প্রথমবারের মতো মাদারীপুর জেলা প্রশাসকের সাথে মাদারীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন ক্রীড়া শিক্ষক ক্রীড়া বিষয়ক এপিএ চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে ক্রীড়া শিক্ষকদের যথাযথ  দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিতের সুযোগ সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়াচর্চার সুযোগ বৃদ্ধি পাবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে