[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সুদানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানা যায়। জানা যায়, গত জুলাই থেকেই উত্তর আফ্রিকার এই দেশটিতে প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে ১৫টি রাজ্যের দুই লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বন্যায় অন্তত বিধ্বস্ত হয়েছে ৩৭ হাজার ঘরবাড়ি। অক্টোবর মাস জুড়েও বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকার সম্ভবনা রয়েছে। এ কারণে কর্তৃপক্ষ আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে।